Logo
Logo
×

আন্তর্জাতিক

সিরিয়া ইস্যুতে ইমরান খানের সঙ্গে এরদোগানের ফোনালাপ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মার্চ ২০২০, ১২:২৯ পিএম

সিরিয়া ইস্যুতে ইমরান খানের সঙ্গে এরদোগানের ফোনালাপ

ইমরান খান ও এরদোগান। ফাইল ছবি

সিরিয়া ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ফোনালাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। 

তুর্কি যোগাযোগ অধিদফতরের এক বিবৃতিতে বলা হয়, দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, সিরিয়ার ইদলিব পরিস্থিতি ও শরণার্থী ইস্যু নিয়ে আলোচনা করা হয়। খবর হুরিয়াত ডেইলি নিউজের।

ওই বিবৃতিতে বলা হয়, পাক প্রধানমন্ত্রী ইমরান খান ইদলিবে হামলায় নিহত সেনাদের প্রতি আন্তরিক সহানুভূতি ও সমবেদনা জানিয়েছেন।

পাকিস্তানি প্রধানমন্ত্রী তুরস্কের বৈধ নিরাপত্তার সমর্থন এবং ওই অঞ্চলের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি তুর্কির মানবিক সহায়তারও প্রসংশা করেছেন। তুর্কি লাখ লাখ সিরিয়ান শরণার্থীকে আশ্রয় দিয়েছে।

এতে বলা হয়, পাকিস্তান সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তুরস্ককে সম্পূর্ণ সমর্থন দিয়েছে। 

এরদোগান সিরিয়া তুর্কি পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম