Logo
Logo
×

আন্তর্জাতিক

৯৪ বছর বয়সেও সাইকেল চালাচ্ছেন মাহাথির, ছবি ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২০, ০৮:১৫ এএম

৯৪ বছর বয়সেও সাইকেল চালাচ্ছেন মাহাথির, ছবি ভাইরাল

ক্ষমতা পালাবদলের পরও নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন আধুনিক মালয়েশিয়ার জনক ডা. মাহাথির মোহাম্মদ।
 
৯৪ বছর বয়সেও সাবেক এই রাষ্ট্রনায়ককে সাধারণ সাইক্লিস্টদের সঙ্গে সাইকেল চালাতে দেখা গেছে। 

সাইকেল চালানোর কিছু ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন মাহাথির।  

গত শনিবার তোলা ছবিগুলো পোস্ট করার সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

সাইকেল চালানোর কারণ হিসেবে মাহাথির লেখেন, ‘আমি আজ সকালে পুত্রজায়া লেকের আশেপাশে সাইক্লিং করছিলাম। আমরা যে কার্যক্রম বা কাজ করতে চাই তা সম্পাদন করার জন্য একটি ফিট শরীর এবং শক্তিশালী মনোবল গুরুত্বপূর্ণ।’ 

দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর গত ২৪ ফেব্রুয়ারি হঠাৎ পদত্যাগ করেন ডা. মাহাথির মোহাম্মদ। পরে মালয়েশিয়ার রাজা মাহাথিরের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।

তবে মালয়েশিয়ার রাজনীতিতে গত কয়েক দশক ধরে প্রাধান্য বিস্তারকারী রাজনীতিক মাহাথির মোহাম্মদ বলেছেন, মুহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া অবৈধ ও বিশ্বাসঘাতকতা।

মাহাথির সাইকেল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম