Logo
Logo
×

আন্তর্জাতিক

করোনা: চীনে হু হু করে বাড়ছে ডিভোর্স

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২০, ১০:২৫ এএম

করোনা: চীনে হু হু করে বাড়ছে ডিভোর্স

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে চীনে হু হু করে বাড়ছে ডিভোর্সের সংখ্যা। 

একটানা বেশি সময় একসঙ্গে আইসোলশনে থাকার কারণে এই বিচ্ছেদের ঘটনা ঘটছে।

চীনা গণমাধ্যমের বরাতে দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

খবরে বলা হয়, ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে এ পর্যন্ত ৩০০ মানুষের ডিভোর্স রেকর্ড করা হয়েছে চীনে। তরুণ প্রজন্মের মধ্যে এ তালাকের হার সবচেয়ে বেশি।

শিনচুয়ান প্রদেশের বিবাহ রেজিস্ট্রি পরিচালকের দেয়া তথ্য মতে, গেলো কয়েকদিনের ব্যবধানে চীনে অস্বাভাবিক হারে বেড়েছে ডিভোর্সের সংখ্যা। করোনা আতঙ্কে সারাদিন বাড়িতে থাকছে মানুষ। এতে করে সামান্য তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে। যা শেষ পর্যন্ত রুপ নিচ্ছে ডিভোর্সে।  

প্রসঙ্গত নভেল করোনাভাইরাসের আঁতুড়ঘর চীন। গেল ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহানে উৎপত্তি হয়ে আজ এ ভাইরাস বিশ্বকে স্থবির করে দিয়েছে।

শুধু চীনেরই করোনা রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে অনেক আগেই।

ভাইরাসটি আতঙ্কে রূপ নিলে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে চীন। আর এখন সেই চীনেই নেই করোনা আতঙ্ক। দেশটির ১৩টি প্রদেশে কভিড-১৯ কোনো রোগীর সন্ধান মেলেনি।

করোনা ডিভোর্স

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম