করোনায় দরিদ্রদের সহায়তায় ভারতীয় প্রকল্পকে স্বাগত বিশ্ব স্বাস্থ্য সংস্থার
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ১০:১৪ এএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত লোকজনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া ২ হাজার ৪০০ কোটি ডলারের অর্থনৈতিক প্যাকেজকে স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বুধবার এক টুইটে বৈশ্বিক মহামারীর এই সংকটকালে জীবন রক্ষায় খাদ্যদ্রব্যসহ অন্যান্য প্রয়োজন পূরণে ঝুঁকিপূর্ণ লোকজনের সামাজিক কল্যাণ নিশ্চিতে পদক্ষেপ নিতে সরকারগুলোর প্রতি আহ্বানও জানিয়েছে সংস্থাটি।
মোদির এই অর্থনৈতিক প্যাকেজের মধ্যে সুবিধাবঞ্চিতদের মধ্যে আগামী তিন মাস ধরে ৮০ কোটি ডলারের খাদ্য বিতরণ কার্যক্রমও রয়েছে।
প্রসঙ্গত, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুই হাজার ৪০০ কোটি ডলারের প্যকেজ ঘোষণা করেছেন। যাতে আগামী তিন মাস ধরে সুবিধাবঞ্চিতদের জন্য আশি কোটি ডলারের বিনামূল্যের খাদ্য সহায়তা রয়েছে। এছাড়া ২০ কোটি ৪০ লাখ দরিদ্র নারীর জন্য নগদ অর্থ হস্তান্তর ও ৮ কোটি বাড়িতে ফ্রি রান্নার গ্যাস সরবরাহের কথাও বলা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ এরকম সমাজ কল্যাণমূলক পদক্ষেপ বাস্তবায়নে চেষ্টা করবে। অর্থনৈতিক পতন এড়াতে ও নাগরিকদের সেবার জন্য এসব দেশের জন্য ঋণ অবকাশ দরকার।
