দক্ষিণ আফ্রিকায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৯
শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ১১:৫৫ এএম
|
ফলো করুন |
|
|---|---|
দক্ষিণ আফ্রিকার ৯ টি প্রদেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর মধ্যে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে হাউটেং (জোহানসবার্গ) প্রদেশে।
দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ জনে। ৩ এপ্রিল পর্যন্ত ৭ টি মৃত্যু রেকর্ড করা হলেও ৪ এপ্রিল সকালে আরও ২ জন আক্রান্ত রোগী মারা গেছে।
এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৫০৫ জন এবং ৯৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
তবে বাংলাদেশি কোনো নাগরিক এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
