করোনাভাইরাস: কেমন আছে ফিনল্যান্ড?
ড. মো. মঞ্জুরে মওলা, ফিনল্যান্ড থেকে
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ১২:২৭ পিএম
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি
|
ফলো করুন |
|
|---|---|
হাটি হাটি পা পা করে বিশ্ব মহামারীতে রূপ নেয়া করোনাভাইরাস ফিনল্যান্ডে আসে ২৯ জানুয়ারি। মূলত: চীনের উহান থেকে এক পর্যটক কভিড-১৯ উপহার দেয় ফিনল্যান্ড বাসীকে।
ফিনল্যান্ডের ল্যাপলান্ডে বেড়াতে আসা ওই চীনা অতিথিকে ফিনিশ সরকার চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তার নিজ দেশে পাঠিয়ে দেন। এরপর থেকে ধীরে ধীরে কভিড-১৯ বিস্তার লাভ করে ফিনল্যান্ডের প্রায় প্রত্যেক শহরে।
জ্যামিতিক হারে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এবং একইসঙ্গে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যাও। বর্তমান করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৪১২ এবং করোনাভাইরাসে আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১৭।
ফিনল্যান্ডের অন্যান্য শহরের তুলনায় রাজধানী হেলসিঙ্কিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। করোনার প্রাদুর্ভাব রোধে ফিনিশ সরকার ফিনল্যান্ডের অন্যান্য শহরের সঙ্গে রাজধানী হেলসিঙ্কিসহ উজিমা এলাকার ব্যবচ্ছেদ করেছে গত ২৬ মার্চ থেকে অনির্দিষ্ট সময়ের জন্য।
৩০ মার্চ থেকে সকল বার-রেস্টুরেন্টের ব্যবসায় এনেছে নতুন ব্যবস্থাপনা, যাতে করে সবাই বাসাতেই কোয়ারেন্টিন জীবনব্যবস্থাকেই বেছে নিতে বাধ্য হয়। রাজধানী হেলসিঙ্কি এখন অনেকটা মৃত্যুপুরী শহরে রূপান্তরিত হয়েছে।
ফিনিশ সরকার করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন আগামী ১৩ মে পর্যন্ত। ঘরে বসেই পাঠদান গ্রহণ পদ্ধতি অনুসরণ করছে সকল ফিনিশ শিক্ষা প্রতিষ্ঠান।
করোনাভাইরাসের হাত থেকে রক্ষা পেতে একই সঙ্গে সকল অফিস আদালতও তাদের কার্যক্রম বাসায় থেকে করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক কথায় ফিনল্যান্ডের সবাই কোয়ারেন্টিন জীবন অতিবাহিত করছে। ফিনল্যান্ডের করোনাভাইরাস পরিস্থিতি বিস্তারিত জানা যাচ্ছে এই ওয়েবসাইট থেকে।
