লেবাননে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫২০
ওয়াসীম আকরাম, লেবানন থেকে
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০১:৪২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
লেবাননে করোনাভাইরাসে নতুন করে ১২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২০ জন এবং মৃতের সংখ্যা ১৭ জন।
করোনাভাইরাসের কারণে লকডাউন ২৯ মার্চ পর্যন্ত চলার কথা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় লকডাউনের মেয়াদ ১২ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়। এরমধ্যেও প্রতিদিন বেড়ে চলছে করোনায় আক্রান্তের সংখ্যা।
দেশটিতে ৩ বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হলেও এখন পর্যন্ত কোনো বাংলাদেশি মারা যায়নি।
এদিকে লকডাউনের কারণে লেবাননে বেকার হয়ে পড়েছে হাজার হাজার বাংলাদেশি।
