Logo
Logo
×

আন্তর্জাতিক

দাবির চেয়ে ভারতীয় ভূখণ্ডের বেশি ভেতরে চীনা বাহিনী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২০, ০৩:৪২ পিএম

দাবির চেয়ে ভারতীয় ভূখণ্ডের বেশি ভেতরে চীনা বাহিনী

ছবি: সংগৃহীত

গালওয়ান উপত্যাকায় ১৯৬০ সালে দাবিকৃত ভূখণ্ডের চেয়ে বেশি ভেতরে প্রবেশ করেছে চীনা বাহিনী।তারা দেশের ৪২৩ মিটার ভেতরে অনুপ্রবেশ করেছে। 

সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ২৫ জুনের স্যাটেলাইট ছবি বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে। 

সংবাদ মাধ্যমটিতে দাবি করা হয়, ভারতের অংশে ১৬টি তাঁবু বসিয়েছে চীনা বাহিনী। এছাড়া একটি বড় আশ্রয়ন্দ্রে ও অন্তত ১৪ টি গাড়ি জড়ো করেছে বেইজিং। এগুলো সবই ভারতীয় ভূখণ্ডের ৪২৩ মিটার অভ্যন্তরে।

১৯৬০ সালে ‘রিপোর্ট অব দ্য অফিসিয়্যালস অব দ্য গভর্নমেন্টস অব ইন্ডিয়া এন্ড দ্য পিপল’স রিপাবলিক অব চায়না অন দ্য বাউন্ডারি কোশ্চেন’ এ বেইজিং এর পক্ষ থেকে যে পরিমাণ ভূখণ্ড দাবি করার কথা জানা গেছে, তার চেয়ে এর পরিমাণ বেশি।
 

গালওয়ান উপত্যাকা চীনা বাহিনী ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম