Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িবহরে হামলা, ৮ সেনা নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুলাই ২০২০, ০৫:০০ পিএম

পাকিস্তানে গাড়িবহরে হামলা, ৮ সেনা নিহত

ছবি: সংগৃহীত

পাকিস্তানে পাঞ্জগুর জেলায় সেনাবাহিনীর গাড়িবহরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন সেনা সদস্য নিহত এবং আরও পাঁচজন আহত হয়েছেন। 

মঙ্গলবার দেশটির বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা থেকে ৪০০ কিলোমিটার দূরবর্তী গিচাক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

আলজাজিরা আরও জানায়, এখন পর্যন্ত এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার না করলেও এ ঘটনায় বেলুচ স্বাধীনতাকামী বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করছে সেনা কর্তৃপক্ষ। 

উল্লেখ্য, গত এক দশক ধরে বেলুচিস্তানের স্বাধীনতাকামীদের দমনে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে পাক সেনারা।

প্রায়সই পাক সেনাদের  ওপর বেলুচ  বিদ্রোহীরা হামলা চালিয়ে থাকে।  বিশেষ করে বছরখানেকই ধরেই এসব হামলার ঘটনা বেড়ে গেছে। এসব হামলার প্রধান টার্গেটই মূলত পুলিশ-সেনাসহ নিরাপত্তাবাহিনীর সদস্যরা। 

সূত্র: আল জাজিরা

পাকিস্তান গাড়িবহর হামলা সেনা নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম