তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে তুমুল হাতাহাতি (ভিডিও)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২০, ০৯:১৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে সংসদ সদস্যদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার অধিবেশন চলাকালে একজন এমপি আরেকজনের দিকে চেয়ার তুলে ছুড়ে মারলে তা সহিংসতায় রূপ নেয়।
ওই সংঘর্ষে জড়িয়ে পড়েন আরও দুপক্ষের কয়েকজন সংসদ সদস্য। তাদের মধ্যে তর্কাতর্কি, চড়-থাপ্পড় বিনিময়ের ঘটনা ঘটে।
সেই হাতাহাতির ভিডিও পোস্ট করেছে প্যারিসভিত্তিক বার্তা সংস্থা এএফপি, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।
সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট জানিয়েছে, অবকাঠামোগত সংস্কার বিল নিয়ে সরকারি দল ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির প্রস্তাবের বিরোধিতা করেন বিরোধী দল কুয়োমিনটাংয়ের (কেএমটি) এমপিরা। এর পরই এই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালীন স্থানীয় সরকারের কর্মকর্তা, মন্ত্রী ও সরকারি সংস্থার কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এএফপির ভিডিওতে দেখা গেছে, পার্লামেন্ট অধিবেশন চলাকালে সরকার ও বিরোধী দলের আইনপ্রণেতারা চিৎকার-চেঁচামেচি করছেন। একে অন্যের দিকে প্লাস্টিকের বোতল, ওয়াটার বেলুন এমনকি পানির গ্লাসও ছুড়ে মারছেন। তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন। হাতাহাতি একপর্যায়ে কুস্তিতে রূপ নেয়। কেএমটির এমপিরা ডিপিপির এমপিদের মেঝেতে আছড়ে ফেলে দেন।
ভিডিওতে দেখুন তাইওয়ানের পার্লামেন্ট অধিবেশনে হাতাহাতির চিত্র–
Taiwanese lawmakers threw punches and water balloons inside the legislature on Friday, the third parliamentary brawl in a fortnight, over the nomination of the head of a top government watchdog
— AFP news agency (@AFP) July 17, 2020
Full story: https://t.co/u0QU8qdTCe
? Sam Yeh pic.twitter.com/m9JVnBfFSS
