Logo
Logo
×

আন্তর্জাতিক

লাদাখ সীমান্তে মার্কিন বিমান থেকে ঝাঁপ দিলেন প্যারা ট্রুপাররা (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ১১:২৪ এএম

লাদাখ সীমান্তে মার্কিন বিমান থেকে ঝাঁপ দিলেন প্যারা ট্রুপাররা (ভিডিও)

লাদাখ সীমান্তে মার্কিন সামরিক বিমান সুপার হারকিউলিস থেকে মাঝ আকাশে ঝাঁপ দিলেন প্যারা ট্রুপাররা। 

গত দুদিন ধরে ভারতের সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। 

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, খোলা আকাশে একে একে ঝাঁপ দিলেন প্যারাট্রুপারা। তাদের প্রত্যেকের মুখে লাগানো অক্সিজেন মাস্ক।সবশেষে দলনেতা ক্যামেরার দিকে মুখ করে বিমান থেকে উল্টোভাবে খোলা আকাশে ঝাঁপ দেন। এ সময় পাইলটের দিকে থাম্বস আপ দেখান । 

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার লাদাখ পরিদর্শনে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।  এদিন লাদাখের প্যাংগং লেক সংলগ্ন লুকুং ফরোয়ার্ড পোস্ট পরিদর্শন করেন তিনি। ভারতীয় সেনা ও আইটিবিপির জওয়ানদের সঙ্গে কথা বলেন। সেদিন তার উপস্থিতিতে ভারতের বিমানবাহিনীর সদস্যরা এ মহড়া করে দেখান। 

এমন কসরতের প্রশংসা করে ভারতীয় বিমানবাহিনীর সাবেক সেনাকর্তারা জানিয়েছে, ভূমি থেকে কয়েক হাজার ফুট উঁচুতে সুপার হারকিউলিসের মতো বিমান থেকে এই ঝাঁপের জন্য নির্ভিক হৃদয় দরকার।

ভিডিওটি দেখুন (এনডিটিভির সৌজন্যে)

 

প্যারা ট্রুপার লাদাখ সীমান্ত ঝাঁপ মার্কিন বিমান সুপার হারকিউলিস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম