Logo
Logo
×

আন্তর্জাতিক

বিমানবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ রাজনাথের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ০৯:২৯ এএম

বিমানবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ রাজনাথের

ছবি: হিন্দুস্তান টাইমস

যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে বিমানবাহিনীকে সতর্কবার্তা দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বল্প ও দীর্ঘমেয়াদি যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতেও বলেন তিনি।   

বুধবার তিন দিনের কমান্ডার কনফারেন্সে দেয়া বক্তৃতায় রাজনাথ এসব কথা বলেন।  

ভারতীয় এয়ারফোর্স লাদাখের ফরওয়ার্ড বেসে যেভাবে দ্রুত গিয়েছিল, তাতে প্রতিপক্ষের কাছে কড়া বার্তা গেছে বলে মন্তব্য করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।  

রাজনাথ বলেন, যেভাবে পেশাদারিত্বের সঙ্গে ভারতীয় বিমানবাহিনী বালাকোটে হানা দিয়েছিল, এবার লাদাখে দ্রুত তারা সংঘর্ষের স্থলে উড়ে গেছে; তাতে ভারতের শত্রুদের কাছে কড়া বার্তা গেছে।  

বৈঠকে এয়ার মার্শাল চিফ ভাদুরিয়া জানান, স্বল্প ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত তার বাহিনী। অল্প সময়ের নোটিশে পরিস্থিতি সামাল দেয়ার ওপরও বিশেষ জোর দেন তিনি। 

২৯ জুন ফ্রান্স থেকে আসছে বহু প্রতীক্ষিত রাফাল জেট। এতে ভারতের অস্ত্রভাণ্ডার আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। 

লাদাখে রাফাল মোতায়েন করা হবে কিনা, কমান্ডারদের এই বৈঠকে সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে।   

বিমানবাহিনী প্রস্তুত নির্দেশ রাজনাথ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম