Logo
Logo
×

আন্তর্জাতিক

কোভিড-১৯: মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে প্রাণহানি দেড় লাখ ছাড়াল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২০, ০৫:৩৮ এএম

কোভিড-১৯: মৃত্যুপুরী যুক্তরাষ্ট্রে প্রাণহানি দেড় লাখ ছাড়াল

ফাইল ছবি

কোভিড-১৯ মহামারী যুক্তরাষ্ট্রে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না। রোজ হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন শয়ে শয়ে মানুষ। এরইমধ্যে মৃত্যুর মিছিল দেড় লাখ ছাড়িয়ে গেছে দেশটিতে। 

বৃহস্পতিবার বেলা ১১ টায় ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ৬৮ হাজার ৩৭ জন। আর মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৮৪০ জন। সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৫ হাজার ৪৪ জন। ২৩ লাখ ৯৮ হাজার ৮৮৪ মানুষ আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

বুধবার দেশটিতে ১৪৬১ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে। রয়টার্স বলছে, ২৭ মে-র ১৪৮৪ জনের মৃত্যুর পর থেকে দৈনিক হিসেবে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা এটিই।  

এখন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ প্রায় প্রতি মিনিটে একজন করে মারা যাচ্ছেন বলে জানিয়েছে বার্তা সংস্থাটি।

মাঝে কিছুদিন মৃত্যু নিয়ন্ত্রণে এলেও যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা দুই মাসের মধ্যে এখন সবচেয়ে দ্রুতগতিতে বাড়ছে, গত ১১ দিনে মৃতের সংখ্যা বেড়েছে ১০ হাজার।

চলতি মাসে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে। এই রাজ্যগুলোতে লকডাউন তুলে নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করার উদ্যোগ নেয়া হয়েছিল। পরে এই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার। মার্চ ও এপ্রিলে ভাইরাসের দ্রুত বিস্তার ঠেকাতে এই রাজ্যগুলো লকডাউনে ছিল। 

চলতি মাসে রাজ্যের হিসাবে কোভিড-১৯ এ সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে টেক্সাসে, এখানে মারা গেছেন প্রায় ৪৩০০ জন। ২৯০০ মৃত্যু নিয়ে এরপরই আছে ফ্লোরিডা। তৃতীয় স্থানে থাকা সবচেয়ে জনবহুল রাজ্য ক্যালিফোর্নিয়ায় মৃত্যু হয়েছে ২৭০০ জনের।

চলতি মাসে এই তিনটি রাজ্যে মৃত্যুর সংখ্যা দ্রুতগতিতে বাড়তে থাকলেও যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে মোট মৃত্যু ও মাথাপিছু মৃত্যুর সংখ্যায় নিউ ইয়র্ক ও নিউ জার্সি এখনও সবার ওপরে আছে বলে জানাচ্ছে রয়টার্সের টালি।

করোনাভাইরাস মহামারীতে পর্যুদস্ত বিশ্বের শীর্ষ ২০টি দেশের মধ্যে মাথাপিছু মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্র ষষ্ঠ স্থান আছে। এখানে প্রতি এক লাখ লোকের মধ্যে মৃত্যু হয়েছে ৪৫ জনের। এই তালিকায় শীর্ষে আছে যুক্তরাজ্য, তারপর যথাক্রমে স্পেন, ইতালি, পেরু ও চিলি অবস্থান।

গত বছরের ডিসেম্বর চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এটি এখন বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। 
 

যুক্তরাষ্ট্র দেড় লাখ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম