Logo
Logo
×

আন্তর্জাতিক

পাকিস্তানি একই পরিবারের ১১ সদস্যের লাশ মিলল ভারতের খামারে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২০, ১১:১০ এএম

পাকিস্তানি একই পরিবারের ১১ সদস্যের লাশ মিলল ভারতের খামারে

রাজস্থান পুলিশ। ফাইল ছবি

পাকিস্তানি অভিবাসী একটি হিন্দু পরিবারের ১১ সদস্যের লাশ মিলেছে ভারতের রাজস্থানের একটি খামারে। 

রোববার সকালে যোধপুর জেলার একটি খামার থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

এক কর্মকর্তা জানিয়েছে, দেচু এলাকার লডটা গ্রামে বসবাস করায় ওই পরিবারের একজনকে জীবিত পাওয়া গেছে।  

পুলিশ সুপার রাহুল বারহাট বলছেন, জীবিত ওই ব্যক্তি দাবি করেছেন এ ঘটনা সম্পর্কে কোনো ধারণা নেই তার। ধারণা করা হচ্ছে, ঘটনাটি রাতের কোনো এক সময় ঘটেছে।

তিনি বলেন, আমরা এখনো মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, রাতে তারা রাসায়নিক কিছু খেয়ে আত্মহত্যা করে থাকতে পারে। ওই ঘরটিতে রাসায়নিকের গন্ধ পাওয়া গেছে। 

এনডিটিভি জানিয়েছে, পরিবারের সব সদস্যরা ছিলেন পাকিস্তান থেকে আসা বিল সম্প্রদায়ের হিন্দু অভিবাসী। তারা গ্রামের খামারটিতে বাস করতেন। ওই খামারটি তারা ভাড়া নিয়েছিলেন।

পুলিশ বলছে, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি অথবা কোনো নির্যাতনের প্রমাণ মেলেনি।
তবে ঘটনাস্থল ঘিরে ফরেনসিক টিমের সদস্যরা কাজ করছে। পাশাপাশি চূড়ান্ত অনুমানের জন্য ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। 

পাকিস্তানি পরিবার ১১ হিন্দু সদস্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম