Logo
Logo
×

আন্তর্জাতিক

হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাই গ্রেফতার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ আগস্ট ২০২০, ০৪:৪১ এএম

হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনকুবের জিমি লাই গ্রেফতার

বিদেশি শক্তির সঙ্গে আতাতের অভিযোগে হংকংয়ের গণতন্ত্রপন্থী ধনাঢ্য ব্যবসায়ী জিমি লাইকে গ্রেফতার ও তার পত্রিকার অফিগুলোতে পুলিশ অভিযান চালিয়েছে।  

গত জুনে চীনের আরোপ করা বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, হংকং পুলিশ আজ সোমবার জাতীয় নিরাপত্তা আইনে সাতজনকে গ্রেপ্তারের কথা জানালেও, তাদের মধ্যে জিমি লাই আছেন কি না, তা বলেনি।

তবে জিমি লাইয়ের মিডিয়া প্রতিষ্ঠান নেক্সট ডিজিটালের কর্মকর্তা মার্ক সাইমন সোমবার লাইয়ের গ্রেফতারের কথা প্রথম প্রকাশ করেন। 

তিনি বলেন ‘জিমি লাইকে এই সময় বিদেশি শক্তির সঙ্গে জোটবদ্ধ থাকার জন্য গ্রেফতার করা হয়েছে।’

গত বছর হংকংয়ে সবচেয়ে বড় গণতন্ত্রপন্থী আন্দোলনের সময় এতে সমর্থন জানিয়েছিলেন ৭১ বছর বয়সী বিলিয়নেয়ার ব্যবসায়ী জিমি লাই। এ বছরের ফেব্রুয়ারিতেও তাকে অবৈধ আঁতাতের অভিযোগে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।

জিমি লাই গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম