Logo
Logo
×

আন্তর্জাতিক

আজ আন্তর্জাতিক বাঁহাতি দিবস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৯:৩১ এএম

আজ আন্তর্জাতিক বাঁহাতি দিবস

ছবি: সংগৃহীত

আজ আন্তর্জাতিক বাঁহাতি দিবস। এ দিবসটি পালন করা হয় প্রতি বছরের ১৩ আগস্ট। দৈনন্দিন কাজে যারা বাঁহাতকে প্রাধান্য দেন, তাদের অধিকার রক্ষার জন্যই দিবসটি পালন করা হচ্ছে।

বিশেষজ্ঞদের বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে, বিশ্বের অত্যন্ত ১০ শতাংশ মানুষ বাঁহাত দিয়ে কাজ করেন।

দ্য লেফট হ্যান্ডার্স ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ডিন আর ক্যাম্পবেল ১৯৭৬ সালে প্রথম বাঁহাতিদের উৎসর্গ করে দিবসটি পালন করেন।

এ দিবসটিতে আলোচনায় বাঁহাতিদের সুবিধা-অসুবিধার বিষয়গুলো উঠে আসে। বাঁহাতিরা তাদের মগজের ডান পাশটি বেশি ব্যবহার করেন। যে কারণে চারু শিল্পের প্রতি তাদের আগ্রহ বেশি।

বাঁহাতিরা বেশি স্মার্ট হয় বলে বিজ্ঞানীদের দাবি। তাদের মগজের ডান ও বাঁ পাশের সংযোগও ভালো। ডানহাতিদের চেয়ে পানির নিচে বাঁহাতিরা বেশি দেখতে পান।

বিখ্যাত বাঁহাতিদের মধ্যে রয়েছেন– বারাক ওবামা, বিল গেটস, মার্ক জাকারবার্গ, লেডি গাগা, জুলিয়া রবার্টস, জুডি গারল্যান্ড, হুপি গোল্ডবার্গ, ওপেরাহ উইনফ্রে, মারিয়া কুরি, আলবার্ট আইনস্টাইন, হেলেন কেলার, লিউনার্দো দ্য ভিঞ্চি, অ্যারিস্টটল ও শচীন টেন্ডুলকার।

বাঁহাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম