Logo
Logo
×

আন্তর্জাতিক

তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করল ইরাক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২০, ০৩:৪৩ পিএম

তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করল ইরাক

ফাইল ছবি

বাগদাদে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত ফাতিহ ইলদিজকে তলব করেছে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয়। কুর্দিস্তানের এরবিলে ড্রোন হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়ে তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়। 

বুধবার এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি কুর্দিস্তানের এরবিলে ড্রোন হামলায় দুই কর্মকর্তা ও একজন সেনা সদস্য নিহত হয়েছে। যা তুরস্কের  লঙ্ঘন। 

ওই চিঠিতে দাবি করা হয়, তুরস্ক এ ঘটনায় তদন্ত করে দোষীদের শাস্তি ও ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করবে। 

আরব নিউজ জানিয়েছে, মঙ্গলবার উত্তর ইরাকে বিমান হামলা চালিয়ে ইরাক সীমান্ত নিরাপত্তা বাহিনীর দুই সদস্য ও তাদের চালককে হত্যা করে। ইরাকি সামরিক বাহিনী এ হামলাকে উগ্র আগ্রাসন বলে আখ্যায়িত করে।

ইরাক তুরস্কের রাষ্ট্রদূতকে তলব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম