Logo
Logo
×

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে এবার দুই পুলিশকে গুলি করে হত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০, ০৫:৪৭ পিএম

জম্মু-কাশ্মীরে এবার দুই পুলিশকে গুলি করে হত্যা

জম্মু-কাশ্মীরে পুলিশের টহল। ফাইল ছবি

ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে জম্মু-কাশ্মীর। সম্প্রতি কুলগামে এক বিজেপি নেতাকে হত্যার পরই শ্রীনগরের নওগামে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শ্রীনগরের কাছে নওগামে পুলিশের টহল দলকে লক্ষ্য করে গুলি চালালে গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়েন ৩ জন পুলিশ কর্মী। তাদের আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু হয় দুই জনের। অপরজন চিকিৎসাধীন রয়েছেন। 

এই হামলার কথা জানিয়ে কাশ্মীর পুলিশ এক টুইট বার্তায় জানায় 'নওগাম বাইপাসের কাছে জঙ্গিরা পুলিশের টহল দলের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে। ঘটনায় ৩ পুলিশ কর্মী গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে দুইজনের মৃত্যু হয়। যেখানে ওই হামলা হয়েছে সেই এলাকাটি ঘিরে রাখা হয়েছে।'

শ্রীনগর জম্মু কাশ্মীর দুই পুলিশ নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম