Logo
Logo
×

আন্তর্জাতিক

কোভিড-১৯: নির্বাচন এক মাস পেছালো জেসিন্ডার সরকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২০, ০৫:১২ এএম

কোভিড-১৯: নির্বাচন এক মাস পেছালো জেসিন্ডার সরকার

নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় দেশটির জাতীয় নির্বাচন ৪ সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।

নির্ধারিত সময় থেকে এক মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। খবর আলজাজিরা ও বিবিসির।

সোমবার নির্বাচন পিছিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা জানান আরডার্ন। ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ করার কথা ছিল। নতুন তারিখ অনুযায়ী ভোট হবে ১৭ অক্টোবর।

করোনাভাইরাস পরিস্থিতি দ্রুত সামাল দিতে অনেকটাই সফল নিউজিল্যান্ড। কিন্তু গত সপ্তাহে দেশটিতে নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির বৃহত্তম নগরী অকল্যান্ডে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে।

করোনার নতুন সংক্রমণের কারণে নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছিল রাজনৈতিক দলগুলো। সবার মতামতেই পিছিয়ে দেয়া হলো নির্বাচনের তারিখ।

এ বিষয়ে আরডার্ন বলেন, নির্বাচন পেছানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর ইচ্ছা নেই আমাদের।

 

করোনা. নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন. পেছাল এক মাস.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম