Logo
Logo
×

আন্তর্জাতিক

এবার ওমান-ইসরাইল মন্ত্রী পর্যায়ের ফোনালাপ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২০, ০২:৪৫ পিএম

এবার ওমান-ইসরাইল মন্ত্রী পর্যায়ের ফোনালাপ

ছবি: ডন

সম্পর্ক স্বাভাবিক করতে আবুধাবি ও তেল আবিবের মধ্যে চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ যেতে না যেতেই ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। 

এরই মধ্যে উভয়পক্ষের মধ্যে মন্ত্রীপর্যায়ে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। খবর এএফপি, রয়টার্স ও জেরুজালেম পোস্টের। 

ওই ফোনালাপের পর ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি বলেছেন, সম্পর্ক স্বাভাবিকীকরণ ও দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধির ব্যাপারে একমত হয়েছে ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউসুফ বি আলাবি বিন আবদুল্লাহ। 

সর্বশেষ সোমবার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজির সঙ্গে ফোনে কথা বলেন ওমানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউসুফ বিন আলাউই বিন আবদুল্লাহ। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ওমান পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ইসরাইলের সঙ্গে আলোচনা নিয়ে ওমান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক টুইটার বার্তায় বলা হয়, বিন আবদুল্লাহ ও গাবি আশকেনাজি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছেন। 

ওমান এরই মধ্যে আমিরাত-ইসরাইল চুক্তির প্রতি সমর্থন জানিয়েছে। 

এ ব্যাপারে বিন আবদুল্লাহ আশকেনাজিকে বলেছেন, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রচেষ্টা হিসেবে ও শান্তি আলোচনাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চায় ওমান। 

একই সঙ্গে ফিলিস্তিনিদের বৈধ দাবি আদায়ের লক্ষে ও পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে শিগগিরই শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন তিনি। 

আমিরাত ও ইসরাইল চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও তার বিশেষ উপদেষ্টা জারেড কুশনার বলেছেন, ইসরাইলের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা আগামী দিনগুলোতে আসছে। 

মনে করা হচ্ছে, নভেম্বরে মার্কিন নির্বাচনের আগেই ওমান সরকার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিতে আসতে পারে। 


 

ওমান ইসরাইল মন্ত্রী পর্যায় ফোনালাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম