Logo
Logo
×

আন্তর্জাতিক

টিকটকের মালিকানা পেতে মার্কিন কোম্পানিগুলোর দৌড়ঝাঁপ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ০৯:৪০ এএম

টিকটকের মালিকানা পেতে মার্কিন কোম্পানিগুলোর দৌড়ঝাঁপ

ছবি: বিবিসি

চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের মার্কিন শাখা কিনে নিতে ক্রেতাদের দৌড়ঝাঁপ  শুরু হয়েছে। সবশেষ এ প্রতিযোগিতায় যুক্ত হয়েছে রিটেইল জায়ান্ট ওয়ালমার্ট।

ওয়ালমার্টের কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, টিকটকের সঙ্গে যুক্ত হতে পারলে তাদের ব্যবসাও বাড়বে।
 
ওয়ালমার্টের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন, আমাদের বিশ্বাস ওয়ালমার্ট এবং মাইক্রোসফটের মধ্যে পার্টনারশিপ হলে একদিকে যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহারকারীদের যেমন আশা পূরণ হবে তেমনি মার্কিন সরকারকেও সন্তুষ্ট করা যাবে।

মাইক্রোসফট এবং ওয়ালমার্ট এক হয়ে টিকটক কেনার জন্য আরেকটি প্রযুক্তি কোম্পানি ওরাকলের সঙ্গে প্রতিযোগিতা করছে।

 অন্যদিকে সোশাল মিডিয়া জায়ান্ট টুইটারও টিকটক কেনার চিন্তাভাবনা করছে বলে ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা খবর দিয়েছে। 

যতদূর জানা যাচ্ছে, টিকটকের মার্কিন শাখার দাম তিন হাজার কোটি ডলার উঠতে পারে।

‘টিকটক’ অ্যাপটি চীনা সংস্থা বাইটড্যান্সের মালিকানাধীন অন্যতম জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম। এই মোবাইল অ্যাপলিকেশনটির বর্তমান সার্ভার যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে স্থাপন করা হয়েছে। এ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা সিইও একজন মার্কিন নাগরিক।

সম্প্রতি মার্কিন জাতীয় নিরাপত্তা ঝুঁকির অজুহাতে যুক্তরাষ্ট্রে অ্যাপটি বন্ধ হওয়ার পথে চলে যায়। 
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অ্যাপ্লিকেশনটিকে পুরোপুরি নিষিদ্ধ করার হুমকি দেন। তবে, মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটকের গোটা ব্যবসা দেশটির অন্য বহুজাতিক প্রতিষ্ঠান মাইক্রোসফটের সঙ্গে সম্ভাব্য চুক্তির শর্তে তার ‘শেষরক্ষা’ হয়।

১৫ সেপ্টেম্বরের মধ্যে যদি মাইক্রোসফট বা অন্য কোনো আমেরিকান কোম্পানি টিকটককে কিনতে না পারে, তাহলে ট্রাম্প এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবেন।

 

সূত্র: বিবিসি বাংলা
 

টিকটক মালিকানা মার্কিন কোম্পানি দৌড়ঝাঁপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম