Logo
Logo
×

আন্তর্জাতিক

হাঙরের পিঠে চেপে বসলেন সৌদি যুবক, ভিডিও ভাইরাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০, ০৬:০৮ পিএম

হাঙরের পিঠে চেপে বসলেন সৌদি যুবক, ভিডিও ভাইরাল

লোহিত সাগরে প্রমোদ ভ্রমণে গিয়ে ভয়ংকর এক কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলেন সৌদি যুবক আবু বাদি।

গভীর সাগরের নীল জলে খেলা করছিলো বিশাল আকারের এক জোড়া হাঙর। সবাইকে অবাক করে দিয়ে বিশাল একটি হাঙরের ওপর লাফিয়ে পড়েন ওই সৌদি যুবক। খবর জেরুজালেম পোস্টের।

লোহিত সাগরের নীল পানিতে ভয়ংকর প্রাণীর পিঠে চেপে আবু বাদির ওই জলকেলির ভিডিও আপলোড করতে না করতেই মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

বিশেষজ্ঞদের মতে হোয়েল প্রজাতীর এ হাঙর দেখতে ভয়ংকর হলেও স্বাভাবে অনেকটাই নিরীহ। এ কারণে পিঠে চেপে বসেও প্রাণ নিয়ে ফিরতে পেরেছেন আবু বাদি।

 

হাঙরের পিঠে. চেপে বসলেন. সৌদি যুবক. ভিডিও ভাইরাল.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম