Logo
Logo
×

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় খুলে দেয়া হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট ও বর্ডার

Icon

শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:৩০ পিএম

দক্ষিণ আফ্রিকায় খুলে দেয়া হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট ও বর্ডার

দক্ষিণ আফ্রিকায় করোনা পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ার দাবি করেছে দেশটির স্বাস্থ্য অধিদফতর। শনিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশটিতে নতুন ৪৯ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৪২৭ জন।
স্বাস্থ্য অধিদফতর বলেছে, মোট আক্রান্ত ৬৪৮২১৪ জন হলেও সুস্থতার হার ৯০ শতাংশে পৌঁছেছে। 

করোনা মহামারী পরিস্থিতির সন্তোষজনক উন্নতি হওয়ায় দীর্ঘ ৬ মাস পর আন্তর্জাতিক ফ্লাইট যোগাযোগ ও সব বর্ডার খুলে দেয়া হবে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ফিকিলে মাবোবুলা।

তিনি ওআর টাম্বু আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সভায় এ মন্তব্য করেছেন। মন্ত্রী জানিয়েছেন, জাতীয় করোনা কমান্ড কাউন্সিলের সঙ্গে পরামর্শ করে শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইট যোগাযোগ ও দেশের সব সীমানা খুলে দেয়া হবে।
 

দক্ষিণ আফ্রিকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম