Logo
Logo
×

আন্তর্জাতিক

বানরের অধিকার নিশ্চিতে সুইজারল্যান্ডে গণভোট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৯ পিএম

বানরের অধিকার নিশ্চিতে সুইজারল্যান্ডে গণভোট

ছবি: সংগৃহীত

বানরের অধিকার নিশ্চিতে সুইজারল্যান্ডে হতে যাচ্ছে গণভোট। বন্যপ্রাণি ধ্বংস ঠেকানো এবং বানরের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্যই সুইজারল্যান্ড সরকার এ গণভোটের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। দেশটিতে বানরসহ অন্যান্য প্রাণীর মৌলিক অধিকার রক্ষায় আঞ্চলিক সংবিধান সংশোধন করার জন্য হবে এ গণভোট।

গণভোটের জন্য সুইজারল্যান্ডের বাসেল শহরের উত্তর ক্যান্টন এলাকায় প্রায় এক লাখ মানুষের কাছ থেকে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে। যাতে প্রাণীদের মৌলিক অধিকার দেশে বৈধতা পায়। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতেই এ গণভোট হবে। সুইজারল্যান্ডের সর্বোচ্চ আদালতে গণভোটের বৈধতা দেয়ার বিরুদ্ধে একটি আবেদন জমা পড়েছিল। 

বুধবার দেশটির সর্বোচ্চ আদালত তা নাকচ করে দেন। পরদিনই জেনেভার শহরে চারটি সভা অনুষ্ঠিত হয় বন্যপ্রাণী ও বানরের অস্তিত্ব রক্ষা প্রসঙ্গে।
 

বানর গণভোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম