Logo
Logo
×

আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

Icon

শওকত বিন আশরাফ, দক্ষিণ আফ্রিকা থেকে

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০, ০৩:৪৪ পিএম

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের উইটসবার্গ এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নারী-পুরুষ ও শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে কোয়াজুলু নাটাল প্রদেশের একটি হাইওয়ে দূরপাল্লার মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

এ সময় মাইক্রোবাসে থাকা ১৬ যাত্রীর মধ্যে ১৩ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ১৩ জনের মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন।

এছাড়া মাইক্রোবাসের ড্রাইভারসহ ৪ জন মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কোয়াজুলু নাটাল প্রদেশের ইমারজেন্সি সার্ভিস ডিপার্টমেন্ট ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে গেছে।
 

নিহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম