Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে গুয়াতেমালায় পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২০, ০৯:২২ এএম

প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে গুয়াতেমালায় পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ

গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জামাতেইয়ের পদত্যাগের দাবিতে সরকারবিরোধী কয়েকশ বিক্ষোভকারী দেশটির পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ করেছে।

মধ্য আমেরিকার দেশটির দাঙ্গা পুলিশ শনিবার আন্দোলনকারীদের পিটিয়ে ছত্রভঙ্গ করার সময় বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনটির একাংশে আগুনও ধরিয়ে দেন। খবর দ্য গার্ডিয়ানের।

এর আগে সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট কংগ্রেস অব দ্য রিপাবলিক ভবনে হানা দিয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন।

খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেললেও অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শনিবার বিক্ষোভকারীদের এ হামলার সময় গুয়াতেমালা সিটিতে অবস্থিত কংগ্রেস ভবন ফাঁকাই ছিল; পুরো ঘটনার স্থায়িত্ব ছিল ১০ মিনিটেরও কম।

বিক্ষোভকারীরা বুধবার রাতে কংগ্রেসে পাস হওয়া বাজেটের বিরুদ্ধে ক্ষোভ জানানোর পাশাপাশি গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জামাতেইয়ের পদত্যাগও দাবি করেন।

বিরোধীদের ভাষ্য– পাস হওয়া বাজেটে সেসব বড় বড় স্থাপনা নির্মাণ প্রকল্পকেই অগ্রাধিকার দেয়া হয়েছে, যেগুলো দেখভালের দায়িত্বে আছে সরকার ঘনিষ্ঠ বিভিন্ন কোম্পানি।

চলতি কোভিড-১৯ মহামারী সামাজিক ও অর্থনৈতিক খাতে যে নেতিবাচক প্রভাব ফেলেছে বাজেটে তাও উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেছে তারা।


   

গুয়াতেমালা. পার্লামেন্ট ভবনে অগ্নিসংযোগ.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম