Logo
Logo
×

আন্তর্জাতিক

ট্রাম্পকে নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত: বাইডেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৩ এএম

ট্রাম্পকে নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত: বাইডেন

ছবি: সংগৃহীত


প্রেসিডেন্ট নির্বাচনে নিজের জয় দাবি করে তাতে অনড় থাকার পর এবার দলের শীর্ষ সিনেটরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

হোয়াইট হাউস ছাড়ার পর কিছুদিন নীরব থেকে আবার আলোচনায় চলে এসেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট।

এদিকে তাকে নিয়ে কথা বলতে বিরক্তবোধ করার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার উইসকনসিনের সিএনএন টাউনহলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। তাকে নিয়ে আর কোনো কথা বলতে চাই না।

আলোচনায় থাকতে ট্রাম্প নিজের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তর করে গোমড়ামুখ নিয়ে ২০ জানুয়ারি হোয়াইট হাউস ছাড়েন ট্রাম্প। এরপর বড় একটা সময় তিনি চুপ ছিলেন।

কিন্তু বুধবার ফক্স নিউজের আমন্ত্রণে বিতর্কিত রেডিও উপস্থাপক রুশ লিমবাগকে নিয়ে কথা বলেন তিনি। এদিন ৭০ বছর বয়সে এই রেডিও উপস্থাপকের মৃত্যু হয়েছে।

কথা বলার সময় ৩ নভেম্বর নির্বাচনে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, রুশ মনে করতেন—আমি জয়ী হয়েছি—আমিও তেমনটি মনে করি। সত্যিকার অর্থে আমি জয়ী।

সিনেটে সংখ্যালঘু নেতা মিচ ম্যাকনেলের সমালোচনা করে মঙ্গলবার ট্রাম্প বলেন, ম্যাককনেল একজন একগুঁয়ে, জেদি ও গোমড়ামুখো রাজনীতিবিদ।

বাইডেন ক্লান্ত ট্রাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম