Logo
Logo
×

আন্তর্জাতিক

ভারতের সঙ্গে সংঘাতে সেদিন ৫ চীনা সেনাও নিহত হয়েছিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৪:১৫ এএম

ভারতের সঙ্গে সংঘাতে সেদিন ৫ চীনা সেনাও নিহত হয়েছিল

ছবি: সংগৃহীত

পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় গত বছর ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে পাঁচ চীনা সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। 

চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে।

ওই পাঁচ কর্মকর্তা ও সেনাকে যথাযথ মর্যাদা দেওয়ার কথা জানিয়েছে চীনা কেন্দ্রীয় সামরিক কমিশন। চীনা সামরিক বাহিনীর পত্রিকা পিএলএ ডেইলি এমন খবর দিয়েছে।

নিহতদের মধ্যে পিএলএ জিংজিয়াংয়ের রেজিমেন্টাল কমান্ডার কিই ফাবো রয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন পিএলএ নেতৃবৃন্দ নিহত কিই ভাবো, চেন হনজুসন, চেন জিয়ানগ্রোং, জিয়াও সিইউন ও ওয়াং জোরানকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

ভারত বলেছে, সংঘাতে ৩০ চীনা সেনা নিহত হয়েছে। কিন্তু বেইজিং তা কখনই স্বীকার করেনি। ১০ ফেব্রুয়ারি এক খবরে ৪৫ চীনা সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস। 

গেল বছরের ১৫ জুনের ওই সংঘাতে ২০ ভারতীয় সেনা নিহত হয়েছিল। দুই দেশের মধ্যে যা ছিল চার দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘাত।

টিসিংগুয়া বিশ্ববিদ্যালয়ের জাতীয় কৌশল ইনস্টিটিউটের গবেষণা বিভাগের পরিচালক কিয়ান ফেং বলেন, হতাহতের বিস্তারিত তথ্য প্রকাশের মাধ্যমে এই ঘটনায় প্রচারিত ভুল তথ্যকে খণ্ডন করা হয়েছে। ভারতীয়দের চেয়ে যে চীনা সেনারা বেশি হতাহত হয়েছে বলে প্রচার করা হয়েছিল, তা আর ধোপে টিকল না।


 

ভারত চীন সেনা কর্মকর্তা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম