Logo
Logo
×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের আদালতে অমিত শাহর বিরুদ্ধে সমন জারি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০১ পিএম

পশ্চিমবঙ্গের আদালতে অমিত শাহর বিরুদ্ধে সমন জারি

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল ছবি

ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহর বিরুদ্ধে সমন জারি করেছেন পশ্চিমবঙ্গের বিশেষ একটি আদালত। আড়াই বছর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিত শাহর বিরুদ্ধে মানহানি মামলা করেন। ওই মামলায় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ সমন জারি করা হয়।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১০ টায় শাহ বা তার আইনজীবীকে সশরীরে আদালতে হাজিরা দিতে হবে।

বিশেষ আদালতের বিচারক জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৫০০ ধারায় যে মানহানির ধারায় মামলা করা হয়েছে, তার উত্তর দেওয়ার জন্য শাহকে সশরীরে আদালতে হাজির থাকতে হবে বা কোনো আইনজীবীর মাধ্যমে উত্তর দিতে হবে।

একটি বিবৃতিতে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, ২০১৮ সালের ১১ অগস্ট মেয়ো রোডে বিজেপির একটি সভায় অভিষেকের উদ্দেশে মানহানিকর মন্তব্য করেছিলেন অমিত শাহ। ওই ঘটনায় ২৮ আগস্ট মানহানির মামলা দায়ের করেছিলেন অভিষেক। সেই মামলায় শাহকে সমন পাঠানো হয়েছে। 
 

ভারত অমিত শাহ সমন জারি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম