Logo
Logo
×

আন্তর্জাতিক

স্পেনের বিদায়ী রাষ্ট্রদূতের ভিডিও বার্তা

Icon

কবির আল মাহমুদ, স্পেন থেকে

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৪৮ পিএম

স্পেনের বিদায়ী রাষ্ট্রদূতের ভিডিও বার্তা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক মো. সারওয়ার মাহমুদকে স্পেনে বাংলাদেশ দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কূটনীতিক সারওয়ার মাহমুদ বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে ব্রাসেলস, সিঙ্গাপুর, নিউইয়র্ক, হংকং মিশনে দায়িত্ব পালন করেছেন। এছাড়া সারওয়ার মাহমুদ ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন উইংয়ে কাজ করেছেন।

সারওয়ার মাহমুদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়া তিনি বাংলাদেশ ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে সারওয়ার মাহমুদ বিবাহিত ও দুই সন্তানের জনক।

স্পেনে বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত সাবেক পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকারকে ২০১৫ সালের ১৭ আগস্ট দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে চুক্তিতে নিয়োগ দেয় সরকার। দুই বছর পর ২০১৭ সালের ১৮ ডিসেম্বর এক দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। সবশেষ গত বছরের শুরুর দিকে আরেক দফায় হাসান মাহমুদ খন্দকারের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

দীর্ঘ সাড়ে পাঁচ বছর ধরে স্পেনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত ছিলেন হাসান মাহমুদ খন্দকার। ১৪ ফেব্রুয়ারি তার কার্যকাল শেষ হয়েছে।  করোনার কারণে বিদায়কালে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে পারেননি রাষ্ট্রদূত। তাই এক বিশেষ ভিডিও বার্তায় স্পেনে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মানুষের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন তিনি।

১২ ফেব্রুয়ারি স্পেনের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে রাষ্ট্রদূতের বক্তব্য সংবলিত প্রায় ১০ মিনিটের একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক সংগঠনসহ সবার উদ্দেশে বিদায়ী অনুভূতি ব্যক্ত করেন।

২০১৫ সালের অক্টোবর মাসে স্পেন, উত্তর মেসোডোনিয়া ও মন্টিনেগ্রো এই তিন দেশের রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক পর্যটন সংস্থার প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন হাসান মাহমুদ খন্দকার। তার সময়েই স্পেনে মেশিন রিডেবল পাসপোর্ট সিস্টেম এমআরপি চালু হয় এবং স্পেনের বাণিজ্যিক শহর বার্সেলোনায় দূতাবাস টিমের এক-দুই মাস পরপর কনস্যুলার সেবা প্রদানের কার্যক্রম চালু হয়।
দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে বিদায়ী রাষ্ট্রদূতের বক্তব্য সংবলিত ভিডিও বার্তার লিংক :
https://www.facebook.com/Bangladeshembassymadrid/videos/194903325755904
 

রাষ্ট্রদূত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম