মার্কিন ক্যাপিটল হিলে হামলার ঘটনায় গ্রেফতার ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২১, ০৬:২৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন সংসদ ভবনে গত ৬ জানুয়ারি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপন্থিরা হামলা চালিয়ে পুলিশ কর্মকর্তা ব্রায়ান সিকনিককে হত্যার দায়ে দুই অঙ্গরাজ্য থেকে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
মার্কিন বিচার বিভাগ গত সোমবার এ কথা জানিয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— পেনসিলভানিয়ার জুলিয়ান এলি খাতের (৩২) ও পশ্চিম ভার্জেনিয়ার জর্জ পিরে ট্যানিওস। খবর আনাদোলুর।
গত রোববার তাদের গ্রেফতার করে জেলখানায় পাঠানো হয়। দাঙ্গার ভিডিএ ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
ভিডিও ফুটেজে দেখা যায়, ওই দুই আসামি মার্কিন সংসদ ভবনে ওই দিন দায়িত্ব পালনের সময় পুলিশ কর্মকর্তার ওপর রাসায়নিক পদার্থ স্প্রে করছেন।
তাদের বিরুদ্ধে হত্যার চার্জ আনা হয়েছে। গত ৬ জানুয়ারির দাঙ্গায় ক্যাপিটল হিলে পুলিশ কর্মকর্তা ব্রায়ান সিকনিক ছাড়াও আরও পাঁচজন প্রাণ হারান।
