Logo
Logo
×

আন্তর্জাতিক

নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের প্রথম সমাবেশ ওহাইওতে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২১, ০৮:২৬ এএম

নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্পের প্রথম সমাবেশ ওহাইওতে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয়ের পর প্রথমবারের সমাবেশ করলেন।

নির্বাচন নিয়ে ক্যাপিটল হিলে সমর্থকদের দাঙ্গায় উসকে দেওয়ার পর আর কোনো সমাবেশে দেখা যায়নি তাকে। শনিবার ওহাইও অঙ্গরাজ্যে বিশাল এক সমাবেশ করেন ট্রাম্প। খবর আরব নিউজের।
 
করোনার স্বাস্থ্যবিধি না মেনে দলীয় সমর্থকদের নিয়ে বিশাল ওই সমাবেশের আয়োজন করায় অনেকেই সমালোচনা করেছেন এ রিপাবলিকান নেতার।

হোয়াইট হাউসে তার সাবেক সহকারী ম্যাক্স মিলারের জন্য নির্বাচনী প্রচারণার জন্য শনিবার ওই বিশাল সমাবেশে যোগ দেন তিনি।

বর্তমানে ওই আসনের এমপি রিপাবলিকান দলেরই আরেক নেতা অ্যান্থনি গোঞ্জালেস।  ক্যাপিটল হিলে হামলার জন্য ট্রাম্পের ইম্পিচমেন্টের জন্য তার দলের যে ১০ এমপি ভোট দিয়েছিলেন, গোঞ্জালেস তাদেরই একজন। এ কারণে তিনি তার দলের ওই এমপির পিছু লেগেছেন।   

এ বছরের ৬ জানুয়ারি মার্কিন কংগ্রেসে যে সহিংসতা হয়েছে, তাতে এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।

এ ঘটনায় উসকানিদাতা হিসেবে ট্রাম্পের নামে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তাকে পার্লামেন্টে ইম্পিচমেন্টের মুখোমুখিও হতে হয়েছে।

সমাবেশে ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইম্পিচমেন্টে রিপাবলিকান দলের যে ১০ এমপি স্বাক্ষর করেছিলেন- ২০২২ সালে মধ্যবর্তী নির্বাচনে তাদের সবার বিরুদ্ধে প্রচারণা চালাবেন।

ট্রাম্পের সমাবেশ. ওহাইও.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম