জঙ্গল ছেড়ে বারান্দার নিচে আশ্রয় নিলো পার্বত্য সিংহ (ভিডিও)
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২১, ০৯:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাঘ-সিংহের মতো বনের হিংস্র প্রাণীরা সাধারণত লোকালয় এড়িয়েই চলে। হিংস্র সিংহের লোকালয়ে একেবারে মানুষের বাড়ির ভেতরে ঢুকে বসে থাকার নজির খুব বেশি নেই।
তবে বাড়ির ঝুল বারান্দার নিচে লুকিয়ে থাকা এক পার্বত্য সিংহকে উদ্ধার করেছে বণ্যপ্রাণী সংরক্ষণ বিভাগ।
এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভারের ইগলউডে এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, লিলি রুটলেজ-এলিসন নামে এক নারীর পোষা বিড়াল প্রথমে বাড়ির ঝুল বারান্দার নিচে গিয়ে সিংহের সাথে ধাক্কা খায়। বিড়ালটি চিৎকার করে দৌঁড়ে পালায়। পরে লিলি সেখানে পার্বত্য সিংহটিকে বসে থাকতে দেখেন।
প্রথমে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। ভেবেছিলেন বড় কোনো বনবিড়াল ভুল করে বাড়িতে ঢুকে পড়েছে। পরে ভালোভাবে লক্ষ্য করার পর পুলিশকে খবর দেন লিলি।
পুলিশ বণ্যপ্রাণী সংরক্ষণ বিভাগে জানালে তারা সেখান থেকে পার্বত্য সিংহটিকে উদ্ধার করে ফের জঙ্গলে ছেড়ে দেন। দুই বছর বয়সী পার্বত্য সিংহটি আশ্রয়ের জন্য কিংবা খাবারের সন্ধানে বাড়িতে ঢুকে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে।
পার্বত্য সিংহটিকে উদ্ধার করে জঙ্গলে ছেড়ে দেওয়ার ভিডিও টুইটারে শেয়ার করেছে বণ্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। অনেকেই পার্বত্য সিংহটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ায় বণ্যপ্রাণী সংরক্ষণ বিভাগের প্রশংসা করেছেন।
