Logo
Logo
×

আন্তর্জাতিক

আফগান শরণার্থী না নেওয়ায় অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার ওপর চটেছে লুক্সেমবার্গ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৪ এএম

আফগান শরণার্থী না নেওয়ায় অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার ওপর চটেছে লুক্সেমবার্গ

আফগানিস্তানের শরণার্থীদের আশ্রয় না দেওয়ায় সিদ্ধান্ত নেওয়ায় অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার ওপর চটেছে লুক্সেমবার্গ।

লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জেন অ্যাসেলবর্ন বলেন, ইউরোপীয় দেশগুলোর এখনই উচিত ৪০-৫০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়া।
 
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কার্জ এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জ্যানেজ জানসা আফগান শরণার্থী নিতে অস্বীকৃতি জানান।

পরে এ ঘটনায় ইউরোপীয় দেশ দুটির সমালোচনা করে জার্মান দৈনিক ডাই ওয়েল্টকে একটি সাক্ষাৎকার দেন লুক্সেমবার্গ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগান শরণার্থীদের সঙ্গে চরম অমানবিক আচরণ করছে অস্ট্রিয়া ও স্লোভেনিয়া।

জেন অ্যাসেলবর্ন বলেন, দেশ দুটি আসলে উইরোপীয় ইউনিয়নে থাকার যোগ্য নয়।

জাতিসংঘের হিসাব মতে, তালেবান কাবুল দখলের পর ৩ লাখ ৩০ হাজার আফগান প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। পালিয়ে আসা এসব আফগান নাগরিকদের ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় দেওয়ার দাবি উঠলেও পশ্চিমা অনেক দেশই নিরাপত্তার অজুহাতে তাদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে।

আফগান শরণার্থী.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম