আফগান শরণার্থী না নেওয়ায় অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার ওপর চটেছে লুক্সেমবার্গ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৪ এএম
|
ফলো করুন |
|
|---|---|
আফগানিস্তানের শরণার্থীদের আশ্রয় না দেওয়ায় সিদ্ধান্ত নেওয়ায় অস্ট্রিয়া ও স্লোভেনিয়ার ওপর চটেছে লুক্সেমবার্গ।
লুক্সেমবার্গের পররাষ্ট্রমন্ত্রী জেন অ্যাসেলবর্ন বলেন, ইউরোপীয় দেশগুলোর এখনই উচিত ৪০-৫০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়া।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে অস্ট্রিয়ার চ্যান্সেলর সেবাস্টিয়ান কার্জ এবং স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী জ্যানেজ জানসা আফগান শরণার্থী নিতে অস্বীকৃতি জানান।
পরে এ ঘটনায় ইউরোপীয় দেশ দুটির সমালোচনা করে জার্মান দৈনিক ডাই ওয়েল্টকে একটি সাক্ষাৎকার দেন লুক্সেমবার্গ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত আফগান শরণার্থীদের সঙ্গে চরম অমানবিক আচরণ করছে অস্ট্রিয়া ও স্লোভেনিয়া।
জেন অ্যাসেলবর্ন বলেন, দেশ দুটি আসলে উইরোপীয় ইউনিয়নে থাকার যোগ্য নয়।
জাতিসংঘের হিসাব মতে, তালেবান কাবুল দখলের পর ৩ লাখ ৩০ হাজার আফগান প্রাণভয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। পালিয়ে আসা এসব আফগান নাগরিকদের ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় দেওয়ার দাবি উঠলেও পশ্চিমা অনেক দেশই নিরাপত্তার অজুহাতে তাদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে।
