Logo
Logo
×

আন্তর্জাতিক

পার্লামেন্টে নিজেকে গুলি করে সাবেক ডেপুটি স্পিকারের আত্মহত্যা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ০৭:১১ এএম

পার্লামেন্টে নিজেকে গুলি করে সাবেক ডেপুটি স্পিকারের আত্মহত্যা

পার্লামেন্টের ভেতরে নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন আফ্রিকার দেশ মালাউয়ির সাবেক ডেপুটি স্পিকার ক্লিমেন্ট চিউওয়ায়া (৫০)।

কর্তৃপক্ষের বরাত দিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।

পার্লামেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, একটি বৈঠকে যোগ দিতে ক্লিমেন্ট চিউওয়ায়া সেখানে যান।

ক্লিমেন্ট চিউওয়ায়া পার্লামেন্টে যান ২০১৯ সালে দায়িত্ব ছাড়ার পর প্রাপ্য গাড়ি সুবিধা নিয়ে আলোচনার জন্য। সেখানে গিয়ে তিনি নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন।

দেশটির পুলিশের মুখপাত্র জেমস খাদাদজেরা ঘটনার তথ্য নিশ্চিত করেন।

পার্লামেন্ট কর্তৃপক্ষ বিবৃতিতে জানায়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, সাবেক ডেপুটি স্পিকার পার্লামেন্ট ভবনে আত্মহত্যা করেছেন।’ 

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার সঙ্গে চাকরির সুবিধার শর্ত বাস্তবায়ন নিয়ে হতাশার সম্পর্ক রয়েছে।

ক্লিমেন্ট চিউওয়ায়াকে ২০১৯ সালে পাঁচ বছর মেয়াদ শেষে সরকার গাড়ি কিনে দেয়। কিনে দেওয়ার ছয় মাস পর দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলে তার চাওয়া ছিল পার্লামেন্ট এর ক্ষতিপূরণ দিক।

আত্মহত্যা সাবেক ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম