Logo
Logo
×

আন্তর্জাতিক

‘তালেবানের সঙ্গে চুক্তি নিয়ে ভারতকে অন্ধকারে রাখে যুক্তরাষ্ট্র’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২১, ১০:১২ এএম

‘তালেবানের সঙ্গে চুক্তি নিয়ে ভারতকে অন্ধকারে রাখে যুক্তরাষ্ট্র’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। ফাইল ছবি

গত বছর দোহায় আফগান শান্তি চুক্তি স্বাক্ষর করে যুক্তরাষ্ট্র ও তালেবান। সেই চুক্তি অনুযায়ী এবছর আগস্টে আফগান মাটি ছাড়ে মার্কিন সেনা। মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কাবুল দখল করে তালেবান।  

ওই চুক্তির বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর বলেছেন, দোহা চুক্তির বহু বিষয় নিয়ে ভারতকে অন্ধকারে রেখেছিল যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন-ভারত কৌশলগত পার্টনারশিপ ফোরামে তিনি এ কথা বলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

খবরে বলা হয়, পাশাপাশি জয়শংকর এদিন সন্দেহ প্রকাশ করে জানান, আফগানিস্তানে সবাইকে নিয়ে সরকার গঠনের বিষয়টি অসম্ভব। উল্লেখ্য, গতবছর দোহায় আফগান শান্তি চুক্তি সই করে আমেরিকা এবং তালেবান। সেই চুক্তি অনুযায়ী এবছর আগস্টে আফগান মাটি ছাড়ে মার্কিন সেনা। আর মার্কিন সেনার প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কাবুল দখল করে তালেবান।

তালেবান চুক্তি ভারত অন্ধকার যুক্তরাষ্ট্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম