Logo
Logo
×

আন্তর্জাতিক

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল বাস-গাড়ি, মৃত ৫ (ভিডিও)

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১, ১১:০৫ পিএম

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল বাস-গাড়ি, মৃত ৫ (ভিডিও)

ভারতের কেরালায় শনিবার প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে রাস্তাঘাট, বাস ও ব্যক্তিগত গাড়ি। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

কেরালার দক্ষিণ ও মধ্যবর্তী জেলাগুলো বৃষ্টির কারণে তলিয়ে গেছে। কোট্টায়াম ও ইদুক্কি জেলায় ভূমিধসের ঘটনা ঘটেছে। ছয়টি জেলার রেড অ্যালার্ট এবং ছয়টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। 

এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বৃষ্টিপাতের  ভিডিও ভাইরাল হয়েছে। কোট্টায়াম জেলার একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রবল বৃষ্টিতে রাস্তা যেন নদীতে রূপ নিয়েছে। আর জলমগ্ন রাস্তায় একটি বাস প্রায় অর্ধেকের বেশি তলিয়ে গেছে । যাত্রীরা বের হয়ে আসার চেষ্টা করছেন।

আরেকটি ভিডিওতে জলমগ্ন রাস্তা দিয়ে কয়েকজনকে একটি ব্যক্তিগত গাড়ি ঠেলে নিয়ে যেতে দেখা গেছে। 

এদিকে, বন্যার কবলে পড়ে একটি গাড়ি ভেসে যাওয়ায় থোডপুজায় দুজনের মৃত্যু হয়েছে। ওই গাড়ির ভেতর থেকে একজন নারী ও একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

 

বৃষ্টি কেরালা ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম