অভ্যুত্থানের সমালোচনা করায় ৬ রাষ্ট্রদূতকে বরখাস্ত করল সুদান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২১, ০৩:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অভ্যুত্থান ঘটিয়ে সদ্য ক্ষমতা দখল করা সুদানের সেনাশাসক বিভিন্ন দেশে ও সংস্থায় থাকা নিজেদের ছয় রাষ্ট্রদূতকে বরখাস্ত করেছে। একই সঙ্গে অভ্যুত্থানবিরোধীদের বিক্ষোভ দমাতে আরও কঠোর হয়েছে নিরাপত্তা বাহিনী।
আল-জাজিরার খবরে বলা হয়, গত সোমবার সুদানে অভ্যুত্থানের মাধ্যমে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এই অভ্যুত্থানের সমালোচনা করায় সেনাশাসক এই ছয় রাষ্ট্রদূতকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। ।
বরখাস্ত হওয়া এসব রাষ্ট্রদূতেরা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), চীন, কাতার, ফ্রান্স ও সুইজারল্যান্ডের জেনেভায় নিযুক্ত ছিলেন।
তিন দশক ধরে ক্ষমতায় থাকার পর ২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সরকারকে ক্ষমতাচ্যুত করে সুদানের সেনাবাহিনী। এরপর ক্ষমতা ভাগাভাগি করে দেশটি শাসন করছিল সামরিক বাহিনী ও বেসামরিক সরকার। গত সেপ্টেম্বরে ওমর আল-বশিরের অনুসারীদের একটি অভ্যুত্থানচেষ্টা ব্যর্থ হওয়ার পরিপ্রেক্ষিতে দেশটির অন্তর্বর্তী বেসামরিক সরকারের বিরুদ্ধে অবস্থান নেয় সেনারা।
সোমবার সেনা অভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদকসহ দেশটির একাধিক মন্ত্রীকে গ্রেফতার করে সুদানের সেনাবাহিনী।
