Logo
Logo
×

আন্তর্জাতিক

মেয়েদের পছন্দের শীর্ষে মোটা ছেলেরা!

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১, ০৩:৫০ পিএম

মেয়েদের পছন্দের শীর্ষে মোটা ছেলেরা!

প্রতীকি ছবি

ভুঁড়িওয়ালা মোটা ছেলেদের জন্য এক সুখবর নিয়ে এসেছে ফাদারলি ডটকম’র এক গবেষণা। তাদের ওই গবেষণা অনুযায়ী অধিকাংশ মেয়েই নাকি ভুঁড়িওয়ালা মোটা ছেলেদের রেখেছে পছন্দতালিকার এক নম্বরে। 

যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির একদল গবেষকের ওই গবেষণায় বলা হয়, সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভুঁড়িওয়ালা ছেলেদেরই বেশি বিশ্বাসযোগ্য মনে করে অধিকাংশ মেয়ে। তারা হালকা গোলগাল ও সাধারণ চেহারার মধ্যে নিরাপত্তা খুঁজে পায়। 

গবেষকরা মনে করেন, বেশি সুঠাম দেহের সঙ্গীকে নিয়ে অনিশ্চয়তায় ভোগে মেয়েরা এবং বিশ্বাস করতে কষ্ট হয়। 

বিজ্ঞানীরা মনে করেন, অল্প স্থূল পুরুষদের কাজের প্রতি বেশি মনোযোগী বলে মনে করেন নারীরা। 

মেয়েদের পছন্দ শীর্ষে মোটা ছেলে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম