Logo
Logo
×

আন্তর্জাতিক

ফিলিস্তিন প্রশ্নে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত: পুতিন

সোচিতে পুতিনের সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ০৯:১৩ এএম

ফিলিস্তিন প্রশ্নে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কৃষ্ণসাগর উপকূলীয় শহর সোচিতে মঙ্গলবার বৈঠক করেছেন।

রুশ অবকাশকেন্দ্রে দুই নেতার বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের ঘটনাবলি নিয়ে আলোচনা হয়। খবর জেরুজালেম পোস্ট ও স্পুটনিকের।

পুতিন বলেন, ফিলিস্তিন প্রশ্নে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফিলিস্তিন সংকটের সমাধান করার কথা বলে আসছে মস্কো।

এ ছাড়া ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংকট সমাধানের বিষয়ে রাশিয়া যে প্রচেষ্টা চালাচ্ছে তা নিয়েও কথা হয়।

বৈঠকে দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

ফিলিস্তিনিদের বিষয়ে রাশিয়ার অবস্থান এবং চলমান সংকটের ব্যাপারে মস্কো যে প্রচেষ্টা চালাচ্ছে, তার জন্য প্রেসিডেন্ট পুতিনকে মাহমুদ আব্বাস ধন্যবাদ জানান।

রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ সফরে যান। বিশেষজ্ঞরা বলছেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট আশা করছেন যে, রাশিয়ার ভূমিকায় ইসরাইল-ফিলিস্তিন সংকটের সমাধান হবে।

ফিলিস্তিন .পুতিন.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম