Logo
Logo
×

আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে মিসর-রাশিয়ার যৌথ মহড়া

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ০৯:০২ এএম

ভূমধ্যসাগরে মিসর-রাশিয়ার যৌথ মহড়া

মিসর ও রাশিয়ার ভূমধ্যসাগরে যৌথ মহড়ায় অংশগ্রহণ করেছে।

মিসরের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, শনিবার থেকে ভূমধ্যসাগরে রাশিয়ার সঙ্গে ওই মহড়ায় অংশ নেয় মিসরের যুদ্ধজাহাজ।   

দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করতে চতুর্থবারের মতো এ যৌথ মহড়ার আয়োজন করা হয়।

ভূমধ্যসাগরে মিসর ও রাশিয়ার যুদ্ধজাহাজ গত সোমবার থেকেই প্রশিক্ষণ শুরু করে।

২০১৫ সালে সর্বপ্রথম দেশ দুটি ভূমধ্যসাগরে যৌথ মহড়ায় অংশ নেয়। এর পর ২০১৯ সালের ডিসেম্বরে দ্বিতীয় এবং ২০২০ সালের নভেম্বরে কৃষ্ণসাগরে তৃতীয়বারের মতো এ মহড়ায় অংশ নেয় মিসর ও রাশিয়া।

ভূমধ্যসাগরে .মিসর-রাশিয়া. যৌথ মহড়া.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম