Logo
Logo
×

আন্তর্জাতিক

রেললাইনে আছড়ে পড়ল বিমান, অল্পের জন্য রক্ষা পাইলটের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২২, ০৭:৫৪ এএম

রেললাইনে আছড়ে পড়ল বিমান, অল্পের জন্য রক্ষা পাইলটের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেসে রেললাইনের ওপর হঠাৎ একটি বিমান এসে আছড়ে পড়েছে।

পুলিশ জানায়, রোববার লুইস জিমেনেজ নামে এক সুরকার একটি মিউজিক ভিডিও তৈরি করার সময় এ ঘটনাটি তার চোখে পড়ে। খবর রয়টার্স ও আরব নিউজের।

এ সময় তার চিৎকারে পুলিশ এসে দ্রুত বিধ্বস্ত বিমান থেকে গুরুতর আহত অবস্থায় পাইলটকে উদ্ধার করে। এর ৫ সেকেন্ড পরেই রেললাইন দিয়ে দ্রুতগতিতে একটি ট্রেন চলে যায়।

এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই পাইলট। ছোট ওই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের পরই রেললাইনের ওপর বিধ্বস্ত হয়।

দ্রুত টেনেহিঁচড়ে পাইলটকে বিমানটি থেকে বের করার কয়েক সেকেন্ড পরই ট্রেনের আঘাতে এটি দুই টুকরা হয়ে যায়।

এ ঘটনার একটি ভিডিওচিত্র আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের হাতে এসে পৌঁছলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়।

মুহুর্তেই তা ভাইরাল হয়ে যায়। উদ্ধারকর্মীদের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
 

বিমান. অল্পের জন্য রক্ষা. পাইলট.

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম