ফিল্মি স্টাইলে চোর ধরলেন পুলিশ (ভিডিও)

 যুগান্তর ডেস্ক 
১৪ জানুয়ারি ২০২২, ০৯:৪৯ পিএম  |  অনলাইন সংস্করণ
পুলিশ
প্রতীকী ছবি

প্রাণপনে দৌড়াচ্ছিলেন দুই ব্যক্তি। দেখে মনে হচ্ছিল প্রথম ব্যক্তিকে ধাওয়া করছে দ্বিতীয়জন। বিষয়টি চোখে পড়ায় পুলিশও তাদের পিছু নেয়। ব্যস্ত রাস্তায়, অলিগলির মধ্যে একদম ফিল্মি স্টাইলে ওই দুই ব্যক্তির পিছু নেয় পুলিশ। ধরে ফেলে একজনকে। এরপর জানা যায় আসল ঘটনা। 

ভারতীয় সংবাদ মাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে,  ভারতের কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। 
ম্যাঙ্গালুরু সিটির পুলিশ কমিশনার এন শশীকুমার জানান, দুই ব্যক্তিকে দৌড়াতে দেখে পুলিশ তাদের পিছু নেয়।  ধাওয়া করে একজনকে ধরে ফেলে পুলিশ। এরপর জানা যায় তাদের মধ্যে একজন মোবাইল চোর। ওপরজন ওই মোবাইলের মালিক।

ওই মোবাইল চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার।  

তিনি বলেন, এক অভিবাসী শ্রমিকের ফোন নিয়ে পালাচ্ছিল দুই/তিনজন ছিনতাইকারী।  তাদের মধ্যে একজনকে হাতেনাতে ধরা হয়।  অন্যজনকে অবশ্য পরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন