ফুল বাজারে মিলল ৩ কেজি ওজনের বোমা
ভারতের রাজধানী দিল্লির গাজিপুর নামে এক জনপ্রিয় ফুলের বাজার থেকে প্রায় তিন কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ব্যাপক নাশকতার উদ্দেশ্যে অজ্ঞাত দুর্বত্তরা এই বোমা রেখেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজিপুর বাজারে পরিত্যক্ত ব্যাগে যে বোমাটি পাওয়া গেছে সেটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরক। চলতি ভাষায় এই ধরনের বিস্ফোরককে ক্রুড বোমাও বলা হয়ে থাকে।
দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা এনডিটিভিকে বলেন, ফুল বাজারের একজন ক্রেতা ব্যাগে বোমা রেখে সটকে পড়েন । যে ব্যক্তি ওই ব্যাগ রেখেছিলেন তিনি সকাল সাড়ে ৯টা নাগাদ স্কুটারে ফুল বাজারের একটি দোকানে গিয়েছিলেন। বাজারে উপস্থিত অন্যান্য ক্রেতারা ব্যাগটিকে সেখানে পড়ে থাকতে দেখেন। ফুল বাজারের এক দোকানদার পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দিল্লি পুলিশের বিশেষ সেলের পুলিশ কর্মীরা। তৎক্ষণাত তারা এলাকা খালি করে দেন। পাশাপাশি ফুল বাজারে প্রবেশের যাবতীয় প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, দিল্লি পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। আগামী মাসেই দিল্লির পাশ্ববর্তী উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। এই বোমার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ কর্মকর্তারা।
ফুল বাজারে মিলল ৩ কেজি ওজনের বোমা
অনলাইন ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ২১:৪৯:৪৫ | অনলাইন সংস্করণ
ভারতের রাজধানী দিল্লির গাজিপুর নামে এক জনপ্রিয় ফুলের বাজার থেকে প্রায় তিন কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ব্যাপক নাশকতার উদ্দেশ্যে অজ্ঞাত দুর্বত্তরা এই বোমা রেখেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজিপুর বাজারে পরিত্যক্ত ব্যাগেযে বোমাটি পাওয়া গেছে সেটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি বিস্ফোরক। চলতি ভাষায় এই ধরনের বিস্ফোরককে ক্রুড বোমাও বলা হয়ে থাকে।
দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা এনডিটিভিকে বলেন, ফুল বাজারের একজন ক্রেতা ব্যাগেবোমারেখে সটকে পড়েন । যে ব্যক্তি ওই ব্যাগরেখেছিলেন তিনি সকাল সাড়ে ৯টা নাগাদ স্কুটারে ফুল বাজারের একটি দোকানে গিয়েছিলেন। বাজারে উপস্থিত অন্যান্য ক্রেতারা ব্যাগটিকে সেখানে পড়ে থাকতে দেখেন।ফুল বাজারের এক দোকানদার পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে যান দিল্লি পুলিশের বিশেষ সেলের পুলিশ কর্মীরা।তৎক্ষণাত তারাএলাকা খালি করে দেন। পাশাপাশি ফুল বাজারে প্রবেশের যাবতীয় প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয়।
এদিকে, দিল্লি পুলিশ ঘটনার তদন্ত নেমেছে। আগামী মাসেই দিল্লির পাশ্ববর্তী উত্তর প্রদেশে বিধানসভা নির্বাচন। এই বোমার সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ কর্মকর্তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023