অতিথিদের চলে যেতে বলেও নেটিজেনদের মন কাড়ল সৌদি বালক (ভিডিও)
বাড়িতে কোনো অতিথিকে দাওয়াত দিলে সাধারণত রকমারি খাবার রান্না করা হয়। আর সেই নানা পদের খাবার রান্না করতে গেছে অনেকটা সময় কাটাতে হয় রান্নাঘরে। অতিথিদের আপ্যায়নের জন্য মাকে দুইদিন কাটাতে হয়েছে রান্নাঘরে। তাই খাবার পরিবেশনের পর অতিথিদের সোজা বাড়ি চলে যেতে বলে নেটিজেনদের মন কেড়েছে এক সৌদি বালক।
গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, গাজি আল তায়েব নামে এক ব্যক্তি তার বাড়িতে কয়েকজন বন্ধুকে দাওয়াত দিয়েছিলেন।
তায়েবের ছেলে বাহার ও তার ভাইয়েরা অতিথিদের সামনে খাবার এনে রাখছিল। এ সময় তায়েব মাকে সাহায্য করার জন্য ছেলেদের প্রশংসা করেন।
তখন বাহার তার বাবাকে জিজ্ঞাসা করেন, অতিথি কে? তায়েব উত্তর দেওয়ার আগেই তার বন্ধুদের মধ্য থেকে একজন বলে উঠেন, আমিই অতিথি। বাহার ঝটপট উত্তর দেয়, অতিথি যেই হোক, তাকে মোটেও স্বাগত জানানো হচ্ছে না। অতিথিদের খেয়ে সোজা বাড়ি চলে যেতেও বলে বাহার।
তায়েব জিজ্ঞাসা করেন, কেন? বাহার উত্তর দেয়, কারণ মা গতকাল থেকে রান্নাঘরে কাজ করে যাচ্ছে।
বাহারের এই সোজাসাপ্টা উত্তর শুনে সেখানে উপস্থিত সবার মধ্যে হাসির রোল ওঠে।
তায়েব নিজেই ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেন। এর পর তা ভাইরাল হয়। ভিডিওটি এ পর্যন্ত ২৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে। অনেকেই ভিডিও শেয়ার করেছেন। মায়ের জন্য ছোট ছেলেটির এই ভালোবাসা মন কেড়েছে নেটিজেনদের।
I can’t wait to have sons to defend me. ??? pic.twitter.com/pUpdzKo3Jm
— Hana (@worded_woman) January 7, 2022
অতিথিদের চলে যেতে বলেও নেটিজেনদের মন কাড়ল সৌদি বালক (ভিডিও)
যুগান্তর ডেস্ক
১৪ জানুয়ারি ২০২২, ২২:১০:৪৭ | অনলাইন সংস্করণ
বাড়িতে কোনো অতিথিকে দাওয়াত দিলে সাধারণত রকমারি খাবার রান্না করা হয়। আর সেই নানা পদের খাবার রান্না করতে গেছে অনেকটা সময় কাটাতে হয় রান্নাঘরে। অতিথিদের আপ্যায়নের জন্য মাকে দুইদিন কাটাতে হয়েছে রান্নাঘরে। তাই খাবার পরিবেশনের পর অতিথিদের সোজা বাড়ি চলে যেতে বলে নেটিজেনদের মন কেড়েছে এক সৌদি বালক।
গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, গাজি আল তায়েব নামে এক ব্যক্তি তার বাড়িতে কয়েকজন বন্ধুকে দাওয়াত দিয়েছিলেন।
তায়েবের ছেলে বাহার ও তার ভাইয়েরা অতিথিদের সামনে খাবার এনে রাখছিল। এ সময় তায়েব মাকে সাহায্য করার জন্য ছেলেদের প্রশংসা করেন।
তখন বাহার তার বাবাকে জিজ্ঞাসা করেন, অতিথি কে? তায়েব উত্তর দেওয়ার আগেই তার বন্ধুদের মধ্য থেকে একজন বলে উঠেন, আমিই অতিথি। বাহার ঝটপট উত্তর দেয়, অতিথি যেই হোক, তাকে মোটেও স্বাগত জানানো হচ্ছে না। অতিথিদের খেয়ে সোজা বাড়ি চলে যেতেও বলে বাহার।
তায়েব জিজ্ঞাসা করেন, কেন? বাহার উত্তর দেয়, কারণ মা গতকাল থেকে রান্নাঘরে কাজ করে যাচ্ছে।
বাহারের এই সোজাসাপ্টা উত্তর শুনে সেখানে উপস্থিত সবার মধ্যে হাসির রোল ওঠে।
তায়েব নিজেই ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেন। এর পর তা ভাইরাল হয়। ভিডিওটি এ পর্যন্ত ২৫ লাখেরও বেশিবার দেখা হয়েছে। অনেকেই ভিডিও শেয়ার করেছেন। মায়ের জন্য ছোট ছেলেটির এই ভালোবাসা মন কেড়েছে নেটিজেনদের।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023