অবিকল মানুষের মুখভঙ্গি রোবটের, তাজ্জব নেটদুনিয়া
সাইফাই কিংবা কল্পবিজ্ঞান আজকাল ধরা দিচ্ছে হাতের মুঠোয়। ঠিক সেন কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে আসা হিউম্যানোয়েড রোবটের জনপ্রিয়তাও বাড়ছে। তেমনই এক হিউম্যানোয়েড রোবট সম্প্রতি নেটিজেনদের নজর কেড়েছে।
নেদারল্যান্ডস ভিত্তিক সংবাদমাধ্যম ইএইচএ সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে হুবুহু মানুষের মুখের ভঙ্গি অনুকরণ করে তাক লাগিয়েছে ওই রোবট।
হিউম্যানোয়েড রোবটটি একদম মানুষের আদলেই বানানো হয়েছে। তার মুখের চামড়া দেখে আসল-নকলের ফারাক খুব একটা করা যায় না। ভিডিওর প্রথমেই ওই রোবটের মানুষের মতো চোখ, চুল, ভ্রু, নাক এবং ঠোঁট দেখে তাজ্জব বনে যান নেটিজেনরা।
শুধু মানুষের মতো দেখতেই নয়, মানুষের মুখভঙ্গিও হুবুহু নকল করেছে বোরটটি। ১৩ জানুয়ারি টুইটারে আপলোড করার পর ভিডিওটি দেখা হয়েছে দুই কোটি তিন লাখেরও বেশিবার।
অনেকে ভিডিওটির প্রশংসা করেও কেউ কেউ মানুষের মতো রোবট বানানোর বিরোধিতা করেছেন। একজন লিখেছেন, এটা জঘন্য ব্যাপার। আরেক নেটিজেন লিখেছেন, মানুষকে কোনো কিছু বানানো বন্ধ করুন।
? A robot trying to replicate human emotions.pic.twitter.com/JXLZSUkWXu
— EHA News (@eha_news) January 13, 2022
অবিকল মানুষের মুখভঙ্গি রোবটের, তাজ্জব নেটদুনিয়া
যুগান্তর ডেস্ক
১৬ জানুয়ারি ২০২২, ২২:৪৫:১৪ | অনলাইন সংস্করণ
সাইফাই কিংবা কল্পবিজ্ঞান আজকাল ধরা দিচ্ছে হাতের মুঠোয়। ঠিক সেন কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে আসা হিউম্যানোয়েড রোবটের জনপ্রিয়তাও বাড়ছে। তেমনই এক হিউম্যানোয়েড রোবট সম্প্রতি নেটিজেনদের নজর কেড়েছে।
নেদারল্যান্ডস ভিত্তিক সংবাদমাধ্যম ইএইচএ সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে হুবুহু মানুষের মুখের ভঙ্গি অনুকরণ করে তাক লাগিয়েছে ওই রোবট।
হিউম্যানোয়েড রোবটটি একদম মানুষের আদলেই বানানো হয়েছে। তার মুখের চামড়া দেখে আসল-নকলের ফারাক খুব একটা করা যায় না। ভিডিওর প্রথমেই ওই রোবটের মানুষের মতো চোখ, চুল, ভ্রু, নাক এবং ঠোঁট দেখে তাজ্জব বনে যান নেটিজেনরা।
শুধু মানুষের মতো দেখতেই নয়, মানুষের মুখভঙ্গিও হুবুহু নকল করেছে বোরটটি। ১৩ জানুয়ারি টুইটারে আপলোড করার পর ভিডিওটি দেখা হয়েছে দুই কোটি তিন লাখেরও বেশিবার।
অনেকে ভিডিওটির প্রশংসা করেও কেউ কেউ মানুষের মতো রোবট বানানোর বিরোধিতা করেছেন। একজন লিখেছেন, এটা জঘন্য ব্যাপার। আরেক নেটিজেন লিখেছেন, মানুষকে কোনো কিছু বানানো বন্ধ করুন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023