Logo
Logo
×

আন্তর্জাতিক

অবিকল মানুষের মুখভঙ্গি রোবটের, তাজ্জব নেটদুনিয়া

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ০৪:৪৫ পিএম

অবিকল মানুষের মুখভঙ্গি রোবটের, তাজ্জব নেটদুনিয়া

সাইফাই কিংবা কল্পবিজ্ঞান আজকাল ধরা দিচ্ছে হাতের মুঠোয়।  ঠিক সেন কল্পবিজ্ঞানের পাতা থেকে উঠে আসা হিউম্যানোয়েড রোবটের জনপ্রিয়তাও বাড়ছে।  তেমনই এক হিউম্যানোয়েড রোবট সম্প্রতি নেটিজেনদের নজর কেড়েছে। 

নেদারল্যান্ডস ভিত্তিক সংবাদমাধ্যম ইএইচএ সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। ওই ভিডিওতে হুবুহু মানুষের মুখের ভঙ্গি অনুকরণ করে তাক লাগিয়েছে ওই রোবট। 

হিউম্যানোয়েড রোবটটি একদম মানুষের আদলেই বানানো হয়েছে। তার মুখের চামড়া দেখে আসল-নকলের ফারাক খুব একটা করা যায় না। ভিডিওর প্রথমেই ওই রোবটের মানুষের মতো চোখ, চুল, ভ্রু, নাক এবং ঠোঁট দেখে তাজ্জব বনে যান নেটিজেনরা। 

শুধু মানুষের মতো দেখতেই নয়, মানুষের মুখভঙ্গিও হুবুহু নকল করেছে বোরটটি। ১৩ জানুয়ারি টুইটারে আপলোড করার পর ভিডিওটি দেখা হয়েছে দুই কোটি তিন লাখেরও বেশিবার। 

অনেকে ভিডিওটির প্রশংসা করেও কেউ কেউ মানুষের মতো রোবট বানানোর বিরোধিতা করেছেন।  একজন লিখেছেন, এটা জঘন্য ব্যাপার। আরেক নেটিজেন লিখেছেন, মানুষকে কোনো কিছু বানানো বন্ধ করুন। 

 

সাইফাই কল্পবিজ্ঞান রোবট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম