বেলুচিস্তানে হামলায় পাকিস্তানের ১০ সেনা নিহত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৭:৪৬ এএম
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তানের বেলুচিস্তানের কেচ জেলায় একটি চেকপোস্টে বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালিয়ে দেশটির ১০ সেনাসদস্যকে হত্যা করেছে।
দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, গত বুধবার দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানের কেচ জেলায় একটি সড়কে পাক সেনার চেকপোস্টে হামলা চালায় বেলুচ বিদ্রোহীরা।
এ সময় তাদের এলোপাতাড়ি গুলিবর্ষণ এবং বোমা বিস্ফোরণে ১০ পাকিস্তানি সেনা নিহত হন। খবর দ্য ডনের।
বিবৃতিতে বলা হয়, ওই ঘটনার পর এলাকাজুড়ে অভিযান চালিয়ে তিনজন বেলুচ বিদ্রোহীকে আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো বেলুচগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
নিহত সেনারা পাকিস্তানের ‘ফ্রন্টিয়ার কোর’ বাহিনীর সদস্য। তারা ওই এলাকায় ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ (সিপিইসি) এবং তেলের পাইপলাইনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
সম্প্রতি বেশ কয়েকবার হামলা চালিয়েছে ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ), ‘বেলুচ ন্যাশনালিস্ট আর্মি’ (বিএনএ)-এর মতো স্বাধীনতাকামী বেলুচ সশস্ত্র সংগঠনগুলো।
পশ্চিম চীনের শিনজিয়াং প্রদেশের কাশগড় থেকে শুরু হওয়া একটি রাস্তা কারাকোরাম পেরিয়ে ঢুকেছে পাকিস্তানে। শেষ হয়েছে বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে চীন নিয়ন্ত্রিত গদর বন্দরে।
গত ৫ জানুয়ারি বেলুচিস্তান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া প্রদেশে সেনাঅভিযানের সময় গোলাগুলিতে দুই পাকিস্তানি জওয়ান নিহত হয়েছিলেন। গত ২০ জানুয়ারি লাহোরে বিস্ফোরণ ঘটায় বেলুচ সংগঠন বিএনএ।
