Logo
Logo
×

আন্তর্জাতিক

কাজাখস্তানের ক্ষমতাসীন দলের চেয়ারম্যান হলেন প্রেসিডেন্ট তোকায়েভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২২, ০৩:২৪ পিএম

কাজাখস্তানের ক্ষমতাসীন দলের চেয়ারম্যান হলেন প্রেসিডেন্ট তোকায়েভ

কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ দেশটির ক্ষমতাসীন দল ‘নুর ওতান পার্টি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে পার্টির প্রধান ছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, রক্ষক্ষয়ী সংকটের পর কাজাখস্তানের ক্ষমতাসীন পার্টির চেয়ারম্যান পদে এই পরিবর্তন এল।

কাজাখ প্রেসিডেন্টের দপ্তর শুক্রবার এক টুইট বার্তায় বলেছে, অসাধারণ পার্টি কংগ্রেসের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক রিপাবলিক অব কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।   

এর  আগে জানুয়ারির শুরুতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে কেন্দ্র করে কাজাখস্তানে বিক্ষোভ শুরু হয়। সাধারণ বিক্ষোভ রক্তক্ষয়ী সংঘর্ষে পরিণত হয়। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ২২৫ জন নিহত হন। 

এই ঘটনার পর প্রেসিডেন্ট তোকায়েভ ৮১ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট নাজারবায়েভের বিভিন্ন পদ আঁকড়ে ধরা নিয়ে প্রশ্ন তোলেন।  

নাজারবায়েভ প্রায় ৩০ বছর কাজাখস্তান শাসন করেছেন। তার শাসনামলে দেশটিতে কোনো বিরোধী দল গড়ে ওঠেনি। ২০১৯ সালে তিনি কূটনীতিক এবং নিজের বিশ্বস্ত অনুগামী তোকায়েভকে প্রেসিডেন্ট পদে বসান। 

এদিকে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের প্রতি সুর নরম করেছেন বর্তমান প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ। দেশ গঠনে নাজারবায়েভ অনেক অবদান রেখেছেন বলে প্রশংসা করেন তোকায়েভ।  

তোকায়েভ বলেন, আমি জানি দেশজুড়ে বিভিন্ন ধরনের নেতিবাচক গুজব ছড়ানো হচ্ছে।  এ বিষয়ে রাষ্ট্রের প্রধান হিসেবে আমি বলব, শক্তিশালী রাষ্ট্রে পরিণত করতে ‘প্রথম প্রেসিডেন্ট’ অনেক কিছুই করেছেন। 

কাজাখস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম