ওয়াইসিকে গুলি করার কারণ জানালেন গ্রেফতার ২ ব্যক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অলইন্ডিয়া মজলিম-ই-ইত্তেহাদ-উল মুসলিমিন’ বা ‘মিম’ দলের প্রধান নেতা আসাদউদ্দিন ওয়াইসি গাড়ি লক্ষ্য করে গতকাল গুলি চালায় দুর্বৃত্তরা।
পুলিশ ঘটনার পর সন্দেহভাজন দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই ব্যক্তি গুলি করার কথা স্বীকারও করেছেন।
পুলিশকে উদ্ধৃত করে এনডিটিভির খবরে বলা হয়েছে, তারা ওয়াইসির নির্দিষ্ট একটি ধর্ম নিয়ে দেওয়া বক্তব্যে কষ্ট পেয়েছেন। এ কারণে তারা গুলি করেছেন। তবে কোন ধর্ম সেটা খবরে উল্লেখ করা হয়নি।
বৃহস্পতিবার রাতে ওয়াইসি টুইটারে যে ছবি প্রকাশ করেন তাতে তার সাদা এসইউভি গাড়িতে দুটি গুলির গর্ত দেখা যায়। তিনি জানান, দিল্লি সীমানা লাগোয়া পশ্চিম উত্তর প্রদেশের একটি টোল প্লাজায় তার গাড়ি লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে।
পুলিশ যাদের গ্রেফতার করেছে তাদের একজন শচিন। তিনি নইদা এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পূর্বে একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। অভিযুক্ত শচিন দাবি করেছেন, তিনি আইন নিয়ে পড়ালেখা করেছেন। পুলিশ তার দাবির সত্যতা যাচাই করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শচিন নিজেকে ডানপন্থি হিন্দু দলের সদস্য দাবি করেন।
গ্রেফতারকৃত আরেকজন শাহারানপুরের কৃষক সুবহাম। পূর্বে তার কোনো অপরাধের রেকর্ড পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ওয়াইসি এবং তার ভাই আকবরউদ্দিন ওয়াইসির বক্তব্যে তারা কষ্ট পেয়েছেন। একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে দেওয়া বক্তব্যে তারা কষ্ট পেয়েছেন। পুলিশের অতিরিক্ত পরিচালক প্রশান্ত কুমার বলেন, গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হবে।
এদিকে পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় পিস্তল উদ্ধার করেছে। তারা যার কাছ থেকে পিস্তল কিনেছিলেন পুলিশ তাদের খুঁজছে।
অন্যদিকে গাড়িতে আক্রমণ হওয়ার পর সেন্ট্রাল পুলিশ ফোর্স (সিআরপিআফ) ওয়াইসিকে শুক্রবার জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে।
